সাকিবের রেকর্ডের ম্যাচে মোস্তাফিজরা কুপোকাত

মাত্র ১১৮ রানে গুটিয়ে মুখ গোমরা হয়ে গিয়েছিল সাকিব আল হাসানদের। মন্থর উইকেটের ফায়দা ষোলআনা তোলে বোলাররা ঠিকই সানরাইজার্স হায়দারাবাদকে এনে দিয়েছেন হাসি। মুম্বাই ইন্ডিয়ান্সকে একশোর নিচে গুটিয়ে ম্যাচ জিতে নিয়েছে তারা।
Shakib Al Hasan
রোহিত শর্মাকে আউট করে টি-টোয়েন্টিতে ৩০০তম উইকেট নেন সাকিব আল হাসান, ছবি: এএফপি

মাত্র ১১৮ রানে গুটিয়ে মুখ গোমরা হয়ে গিয়েছিল সাকিব আল হাসানদের। মন্থর উইকেটের ফায়দা ষোলআনা তোলে বোলাররা ঠিকই সানরাইজার্স হায়দারাবাদকে এনে দিয়েছেন হাসি। মুম্বাই ইন্ডিয়ান্সকে একশোর নিচে গুটিয়ে ম্যাচ জিতে নিয়েছে তারা।

প্রথম দেখাতে ঘরের মাঠে ১ উইকেটে জিতেছিল হায়দারাবার। মঙ্গলবার নিজ মাঠে শোধ তোলার সুযোগ ছিল মুম্বাইর। বোলাররা তাদের কাজটা করে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ৩১ রানের বড় ব্যবধানেই হেরেছে মোস্তাফিজুর রহমানদের।

ম্যাচের ফল যাইহোক বাংলাদেশের দুই ক্রিকেটারই এদিন নিজ নিজ দলের হয়ে অবদান রেখেছেন। ৩ ওভার ৪ বল করে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। ব্যাট হাতে রান না পেলেও বোলিংয়ে এসে তো রেকর্ডই স্পর্শ করলেন সাকিব। রোহিত শর্মাকে আউট করে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেট ও চার হাজার রানের মাইলফলফ স্পর্শ করেছেন তিনি।

টস জিতে উইকেটের সুবিধা নিতে সানরাইজার্সকেই ব্যাট করতে দিয়েছিল মুম্বাই। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় কেন উইলিয়ামসদের ১১৮ রানে বেধে রাখে মুম্বাই। সবচেয়ে সেরা ছিলেন লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্ডে। ৩ ওভার বল করে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। মুম্বাইর ব্যাটিংও ধসিয়ে দেন আরেক লেগ স্পিনার। সানরাইজার্সের সেরা অস্ত্র রশিদ খান আগের তিন ম্যাচে মার খেলেও এদিন ছিলেন চেনা ছন্দে। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ১১ রানে ২ উইকেট পুরেছেন পকেটে। ৩ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট সাকিবের। তবে পেসার সিদ্ধার্থ কাউলওই উইকেট নেওয়ায় সেরা। ৪ ওভারের কোটা পূরণ করে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি।

বোলারদের রাজত্বের দিনে মুম্বাইর হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র দুজন ব্যাটসম্যান। ফর্মে থাকা ওপেনার সূর্যকুমার যাদব করেন ৩৪, ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে আসে ২৪ রান। বড় রান পাননি সানরাইজার্সের ব্যাটসম্যানরাও। ২৯ রান করে করেছেন কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠান। তবে মন্থর উইকেটে ওই রানটাও বিশাল হয়ে দেখা দিয়েছে ম্যাচ শেষে।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now