রাজ্জাকের ঝলকে উত্তরাঞ্চলকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল
প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে আব্দুর রাজ্জাক আরও বিষাক্ত। এবার ৪৮ রানে নিলেন ৬ উইকেট। উত্তরাঞ্চলকে ইনিংস ব্যবধানে হারিয়ে বিসিএলের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণাঞ্চল।
প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের করা ১৮৭ রানের জবাবে আগের দিন ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণাঞ্চল। ১৭৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ঘূর্ণির নাচন দেখান দুই বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব ও আব্দুর রাজ্জাক। তাতে কুপোকাত হয়ে উত্তরাঞ্চল গুটিয়ে গেল মাত্র ১১৫ রানে। ফলে একদিন হাতে রেখেই ইনিংস ও ৬৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে বোনাস পয়েন্টসহ শিরোপা নিশ্চিত করেছে মাশরাফি মর্তুজাদেরর দল। বিসিএলের অন্যতম সফল দল দক্ষিণাঞ্চলের এটি তৃতীয় শিরোপা।
ছয় ম্যাচ শেষে দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৬৫। তিন পয়েন্ট পিছিয়ে রানার্সআপ হয়েছে উত্তরাঞ্চল। অপর ম্যাচে ফল যাইহোক দক্ষিণাঞ্চলকে আর কেউ ছাড়াতে পারছে না।
আগের দিন বিনা উইকেট ৩২ রান নিয়ে খেলতে নামে উত্তরাঞ্চল। সকালেই আঘাত হানেন রাজ্জাক। ওপেনার জুনায়েদ সিদ্দিকিকে ১৬ রানে ফিরিয়ে দেন। আরেক ওপেনার মিজানুর রহমানকে আউট করেন সাকলাইন সজীব। রাজ্জাকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। একের পর এক উইকেট পতনের মিছিলে আর দাঁড়াতেই পারেনি উত্তরাঞ্চলের ইনিংস। এক পর্যায়ে ৬৫ রানেই ৭ উইকেট খুইয়ে বসে উত্তরাঞ্চল। খাদের কিনার থেকে দলকে উদ্ধারের চেষ্টা চালান সোহরাওয়ার্দি শুভ। সর্বোচ্চ ৪১ রান করে তিনিও কাটা পড়েন রাজ্জাকের স্পিনে।
শেষ পর্যন্ত তিন অঙ্ক পেরিয়ে আর বেশি দূর যেতে পারেনি উত্তরাঞ্চলের ইনিংস। শেষ উইকেটটিও নিয়ে রাজ্জাকই মুড়ে দেন তাদের ইনিংস।
প্রথম ইনিংস ৫ উইকেট পাওয়ার পরই প্রথম শ্রেণিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন রাজ্জাক। দ্বিতীয় ইনিংসে ৩৪তম বারের মতো ৫ উইকেট নিয়ে নিজেকে তুললেন আরেকটু উপরে।
এই ম্যাচ দিয়ই দীর্ঘদিন পর বিসিএলের ম্যাচে নেমেছিলেন মাশরাফি। স্পিনারদের জ্বলে উঠায় পেসার মাশরাফিকে তেমন কিছু করতে হয়নি। প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ৪ ওভারের বেশি বলই করতে হয়নি। তৃতীয় দিনে আর বোলিং করেননি তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর রোল অব অনার
মৌসুম |
চ্যাম্পিয়ন |
রানার্সআপ |
২০১২-১৩ |
মধ্যাঞ্চল |
উত্তরাঞ্চল |
২০১৩-১৪ |
দক্ষিণাঞ্চল |
উত্তরাঞ্চল |
২০১৪-১৫ |
দক্ষিণাঞ্চল |
পূর্বাঞ্চল |
২০১৫-১৬ |
মধ্যাঞ্চল |
পূর্বাঞ্চল |
২০১৬-১৭ |
উত্তরাঞ্চল |
দক্ষিণাঞ্চল |
২০১৭-১৮ |
দক্ষিণাঞ্চল |
উত্তরাঞ্চল |
Comments