মিয়ানমারের বিরুদ্ধে আরও অবরোধ আরোপে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন
জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমারের ওপর চলতি সপ্তাহে আরও অবরোধ আরোপে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় দেশগুলোর এই জোটের কূটনীতিক এবং কর্মকর্তারা এ কথা জানান।
অবরোধের অংশ হিসেবে দেশটির ওপর চলমান অস্ত্র নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো হবে বলে জানানো হয়। এছাড়াও, মিয়ানমার সেনাবাহিনীর অধিক সংখ্যক জেনারেলদের ওপর নতুন করে অবরোধ আরোপের কথাও বলা হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী সেখানকার অধিবাসী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার কারণে নতুন করে অন্তত সাত লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।
দেশটির ওপর ইউরোপীয় ইউনিয়নের চলমান অস্ত্র নিষেধাজ্ঞা এপ্রিলে শেষ হওয়ার আগেই তা আরও এক বছর বাড়ানো হবে বলে জানানো হয় জোটের পক্ষ থেকে।
এতে বলা হয়, রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর গত অক্টোবরে সেনা কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপ করে ইইউ। মিয়ানমার সেনাবাহিনীর এই হত্যাকাণ্ডকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে নিন্দা করেছে জাতিসংঘ।
ইইউ সূত্র জানায়, অবরোধের অংশ হিসেবে জোটের পক্ষ থেকে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দের সম্ভাবনাও রয়েছে। সেনা কর্মকর্তাদের এই তালিকায় মেজর জেনারেল মাউং মাউং সো-এর নাম রয়েছে বলে জানা যায়।
Comments