ক্রিকেটের বিশ্বায়নে আইসিসির ‘বৈপ্লবিক পদক্ষেপ’

Dave Richardson
আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ছবি: আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ ১০ দলে নামিয়ে আনায় সমালোচনায় পড়া আইসিসি টি-টোয়েন্টিতে নিয়েছে বৈপ্লবিক পদক্ষেপ। আইসিসির সদস্য ১০৪ দেশের সবগুলোকেই টি-টোয়েন্টি মর্যাদা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

১০৪ সদস্য দেশের ছেলে ও মেয়ে উভয় দল পেয়েছে এই মর্যাদা। এখন থেকে তাই যেকোনো দুই দেশের টি-টোয়েন্টি ম্যাচ মানেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি।এমন সিদ্ধান্তকে ক্রিকেটের বিশ্বায়নে নিজেদের বড় এক পদক্ষেপ বলে মনে করছে সংস্থাটি।

আইসিসির সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘আমরা খেলাকে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  টি-টোয়েন্টি হবে ক্রিকেট বিস্তারের চাকা।’

তবে এই মর্যাদা কার্যকর হতে মেয়েদের দলকে ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সব দেশের ছেলেদের দলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা চালু হবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে।

বর্তমানে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ১২ দেশের টেস্ট খেলার মর্যাদা আছে। ওয়ানডে মর্যাদা আছে আরও ছয় দেশের- নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

Comments

The Daily Star  | English

137 journalists sued so far

They have been charged with murder, attempted murder, unlawful assembly, rioting, abduction, vandalism, extortion, assault, and in certain cases, genocide, and crimes against humanity.

9h ago