ক্রিকেটের বিশ্বায়নে আইসিসির ‘বৈপ্লবিক পদক্ষেপ’
ওয়ানডে বিশ্বকাপ ১০ দলে নামিয়ে আনায় সমালোচনায় পড়া আইসিসি টি-টোয়েন্টিতে নিয়েছে বৈপ্লবিক পদক্ষেপ। আইসিসির সদস্য ১০৪ দেশের সবগুলোকেই টি-টোয়েন্টি মর্যাদা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
১০৪ সদস্য দেশের ছেলে ও মেয়ে উভয় দল পেয়েছে এই মর্যাদা। এখন থেকে তাই যেকোনো দুই দেশের টি-টোয়েন্টি ম্যাচ মানেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি।এমন সিদ্ধান্তকে ক্রিকেটের বিশ্বায়নে নিজেদের বড় এক পদক্ষেপ বলে মনে করছে সংস্থাটি।
আইসিসির সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘আমরা খেলাকে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। টি-টোয়েন্টি হবে ক্রিকেট বিস্তারের চাকা।’
তবে এই মর্যাদা কার্যকর হতে মেয়েদের দলকে ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সব দেশের ছেলেদের দলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা চালু হবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে।
বর্তমানে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ১২ দেশের টেস্ট খেলার মর্যাদা আছে। ওয়ানডে মর্যাদা আছে আরও ছয় দেশের- নেদারল্যান্ডস, নেপাল, স্কটল্যান্ড, হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
Comments