শীর্ষ বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোরীয় নেতাদের আলোচনা
কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার বিষয় নিয়ে আজ (২৭ এপ্রিল) আলোচনা করেছেন দুই কোরিয়ার শীর্ষ নেতারা। অঞ্চলটিতে শান্তি স্থাপনের বিষয়েও রাজি হয়েছেন তাঁরা।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের বেসামরিক অঞ্চলের দক্ষিণ কোরীয় অংশে অবস্থিত পানমুনজম গ্রামের ‘পিস হাউজ’-এ প্রথমবারের মতো এই শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা ইউন ইয়ং-চেন এক সংবাদ ব্রিফিংয়ে জানান, দুই পক্ষের মধ্যে “গুরুত্বপূর্ণ ও খোলামেলা” আলোচনা হয়েছে।
আলোচনা নিয়ে একটি যৌথ বিবৃতি তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, যখন এটি শেষ হবে তখন দুই নেতা বিবৃতিটি প্রকাশ করবেন।
Comments