সিরিয়াকে খণ্ডিত করতে চাইছে যুক্তরাষ্ট্র: লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়াকে ভাগ করতে চাইছে। ওয়াশিংটন সিরিয়ায় মিসাইল হামলা চালানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
আল জাজিরার খবরে জানানো হয়, শনিবার রাশিয়ার রাজধানী মস্কোয় তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে লাভরভ এসব কথা বলেন।
সাত বছরের সিরিয়া যুদ্ধে এরই মধ্যে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। আগামী মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া নিয়ে নবম রাউন্ডের আলোচনা হবে। এতে সিরিয়ার রাজনৈতিক ও মানবিক সহায়তার বিষয় প্রাধান্য পাবে। এর প্রস্তুতি হিসেবেই মস্কোতে বৈঠক করলেন তিন পররাষ্ট্রমন্ত্রী।
সিরিয়া যুদ্ধের দুই পক্ষ, সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের মনে করে রাশিয়া, ইরান ও তুরস্ক। তারা বলছে উত্তেজনা কমাতে আস্তানা আলোচনাই একমাত্র পথ। এই আলোচনার মাধ্যমেই যুদ্ধের পরিসমাপ্তি করতে চায় তারা।
মস্কোতে বৈঠকে সিরিয়ার অখণ্ডতার ব্যাপারে একমত হয়েছেন তিনি নেতা। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘সিরিয়ার রাষ্ট্রীয় অখণ্ডতাকে সমর্থন করার যেসব কথা বলেছে যুক্তরাষ্ট্র তা ফাঁকা বুলি মাত্র। বাস্তবে তারা সিরিয়াকে ভাগ করে মধ্যপ্রাচ্যকে নিজেদের মত করে সাজাতে চায়।’ কিন্তু ইরান, তুরস্ক ও রাশিয়া এটা হতে দেবে না বলেও তিনি জানিয়ে দেন।
Comments