‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গণমাধ্যমের সাথে আলোচনায় বসবে সরকার’
প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বিভিন্ন ধারা নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে যারা উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের সাথে সরকার আলোচনায় বসবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
প্রস্তাবিত আইনটি যাচাই বাছাই করে দেখার সুযোগ রয়েছে জানিয়ে মন্ত্রী আজ বলেন, এ ব্যাপারে গণমাধ্যম সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করবে সরকার। আলোচনার পরই আইনটি চূড়ান্ত করা হবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মোস্তাফা জব্বার এসব কথা বলেন। সুইডেনভিত্তিক ফোজো মিডিয়া ইনস্টিটিউট ও ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশের সহযোগিতা ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ বন্ধ করা সরকারের একার দায়িত্ব নয়, এ ব্যাপারে সাংবাদিকদেরও এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে সিজেএ বাংলাদেশের সদস্যরাও বক্তব্য রাখেন।
Comments