চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের ডিএনএতেই আছে: জিদান

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি শিরোপা রিয়াল মাদ্রিদের। গত পাঁচ বছরেই জিতেছে তিনটিই। সর্বশেষ দুটিতে শিরোপা জিতে এবার আছে হ্যাট্রিকের সামনে। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠার পর কোচ জিনেদিন জিদান বলছেন ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টটি নাকি রিয়ালের ডিএনএনেই আছে।
Zinedine Zidane
জিনেদিন জিদান। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১২টি শিরোপা রিয়াল মাদ্রিদের। গত পাঁচ বছরেই জিতেছে তিনটিই। সর্বশেষ দুটিতে শিরোপা জিতে এবার আছে হ্যাট্রিকের সামনে। বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে উঠার পর কোচ জিনেদিন জিদান বলছেন ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টটি নাকি রিয়ালের ডিএনএনেই আছে।  

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নেব্যুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করে রিয়াল। প্রথম লেগে বায়ার্নের মাঠে গিয়ে ২-১ গোলে জেতায় ৪-৩ গোলের এগিয়ে  ফাইনাল নিশ্চিত হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের।

রিয়ালের হয়ে খেলোয়াড়ি জীবনে তো জিতেছেনই। কোচের ভূমিকাতেও জিদান ক্লাবকে দিচ্ছেন বড় টুর্নামেন্টের সাফল্য। মঙ্গলবার রাতে ফাইনালে উঠার পর টুর্নামেন্টটিতে রিয়ালের সাফল্য যে কত উঁচুতে তা আবার বুঝিয়ে দিয়েছেন জিদান, ‘চ্যাম্পিয়নস লিগ তো রিয়ালের ডিএনএতেই আছে। আমরা কখনোই হাল ছাড়ি না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাই। আজ রাতে (মঙ্গলবার রাতে) বায়ার্নের বিপক্ষে আমরা যা করেছি, যেভাবে খেলেছি, চ্যাম্পিয়নস লিগে সেভাবেই আমরা খেলি।’

রিয়ালকে ফাইনালে তোলার দিন জোড়া গোল করেন ফরোয়ার্ড করিম বেঞ্জামা। অনেকদিন থেকে গোল না পাওয়া এই তারকাকে সম্প্রতি গালমন্দ শুনতে হচ্ছিল। তাকে টানা খেলিয়ে যাওয়ায় সমালোচিত হচ্ছিলেন জিদানও। বেঞ্জামার পিঠে হাত রেখে যে ভুল করেননি জানিয়েছেন জিদান, ‘গোল তাঁর প্রাপ্য। সে কঠোর পরিশ্রমী। তা ছাড়া সে সব সময়ই দলের জন্য নিজের সামর্থ্যের পুরোটা ঢেলে দেয়। সে আমাদের দলের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

Comments