চমকে দিলেন বাঁধন!

চমকে দিলেন লাক্স-তারকা আজমেরী হক বাঁধন। কিছুদিন থেকে শোনা যাচ্ছিলো জাজ মাল্টি মিডিয়ার ‘দহন’ ছবিতে নতুন এক নায়িকার অভিষেক হবে।
সেই তালিকায় ছিলো মেহজাবীন চৌধুরী, জাকিয়া বারী মম, তানজিন তিশা ও আজমেরী হক বাঁধনের নাম। অবশেষে এসব নাম থেকে বাঁধনই হলেন নায়িকা।
‘দহন’ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন বাঁধন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। এখানে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাঁকে।
‘দহন’ ছবিটির গল্প তাঁকে মুগ্ধ করেছে উল্লেখ করে বাঁধন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রটিতে আমার চরিত্রটিও অসাধারণ। একে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। সেজন্যই কাজটি করতে আমি রাজি হয়েছি। আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু করার।’
রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে সিয়াম-বাঁধনের সঙ্গে দেখা যাবে পূজা চেরিকেও।
Comments