পাখিদের কলরব শোনাবে আকাশবাণী রেডিও

সরাসরি পাখিদের কলতান সম্প্রচার করবে ভারতের ‘অল ইন্ডিয়া রেডিও’ বা ‘আকাশবাণী’। পশ্চিমবঙ্গের চাপড়ামারি পাখিরালয় থেকে বিশ্ববাসীকে এই ভোরের পাখির ডাক শোনানোর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকারি এই মাধ্যমটি।
Chapramari
চাপড়ামারি পাখিরালয়। ছবি: সংগৃহীত

সরাসরি পাখিদের কলতান সম্প্রচার করবে ভারতের ‘অল ইন্ডিয়া রেডিও’ বা ‘আকাশবাণী’। পশ্চিমবঙ্গের চাপড়ামারি পাখিরালয় থেকে বিশ্ববাসীকে এই ভোরের পাখির ডাক শোনানোর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকারি এই মাধ্যমটি।

ওয়ার্ল্ড ওয়াইল্ড-লাইফ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছর মে মাসের প্রথম রবিবার ‘ইন্টারন্যাশনাল ডন কোরাস ডে’ হিসেবে পালন করা হয়। তাই সেদিন ভোর সাড়ে চারটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত বিভিন্ন পাখির ডাক সরাসরি শ্রোতারা শুনতে পাবেন।

পাখিদের সাথে মানুষের নিবিড় যোগাযোগ স্থাপনের জন্যই প্রায় বিশ বছর আগে ব্রিটেনের একদল পাখিপ্রেমী মানুষ ওইদিন ‘ডন কোরাস ডে’ পালন শুরু করেন। কিন্তু ২০১৫ সালে দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলে তা ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্য দেশেও।

সেদিন কলকাতার রেইনবো চ্যানেল, রাজধানী চ্যানেল (৬৬৬কিলো হার্টজ) এবং এফএম গোল্ড নেটওয়ার্কেও শোনা যাবে পাখির কলবর।

এই বিষয়ে যোগাযোগ করা হলে দ্য ডেইলি স্টারকে অল ইন্ডিয়া রেডিও- ডিরেক্টর জেনারেল এফ শাহরিয়ার জানিয়েছেন “পাখিদের বাস্তুতন্ত্রের সংরক্ষণ, বিশেষ করে বিভিন্ন প্রজাতির পাখিদের রক্ষার ব্যাপারে মানুষ বিশেষ করে নতুন প্রজন্মকে সংবেদনশীল করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

জানা গেছে, গত বছরের পর দ্বিতীয় বছরেও আয়ারল্যান্ডের আরটিই রেডিও ওয়ান, ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এবং বার্ড লাইফ ইন্টারন্যাশনালের সাথে যৌথ উদ্যোগে ওই দিন পাখিদের ভোরের কলতান সম্প্রচার করবে এআইআর।

অল ইন্ডিয়া রেডিও-এর বৈদেশিক শাখার পরিচালক অম্লানজ্যোতি মজুমদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, “ভারতীয় অংশে চাপড়ামারি পাখিরালয় থেকে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন সুনীত ট্যান্ডন, পাখিবিশারদ সুমিত কুমার সেন এবং সুদীপ্ত রায়। আর ডাবলিন থেকে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন আয়ারল্যান্ডের আরটিই রেডিও ওয়ানের  ডেরেক মুনি ও তাঁর দল।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago