সৌদি-ইয়েমেন সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে যুদ্ধে সৌদি আরবকে সহায়তা করতে সৌদি-ইয়েমেন সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ একটি দল কাজ করছে। যুক্তরাষ্ট্রের ওই বাহিনীটি ইয়েমেনের ভেতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ সনাক্ত ও ধ্বংস করতে সৌদি আরবকে সহায়তা করছে বলে নিউ ইয়র্ক টাইমসের খবরে জানানো হয়েছে।
পরিচয় গোপন রেখে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, স্পেশাল ফোর্স ‘গ্রিন বেরেটস’-এর ১০-১২ জন সদস্যকে সৌদি-ইয়েমেন সীমান্তে রয়েছেন। গত বছর ডিসেম্বরের দিকে তাদের সেখানে পাঠানো হয়। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি চলে আসার পর গ্রিন বেরেটস সদস্যরা সেখানে পৌছায়।
প্রতিবেদনটিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ এই বাহিনীর সদস্যরা সীমান্ত নিরাপত্তায় সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও ইয়েমেনের ভেতরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের মজুদ সনাক্ত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিশ্লেষকদের সাথে কাজ করছেন।
Comments