নতুন নায়িকার খোঁজে শাকিব খান!
নতুন নায়িকা খুঁজছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তবে সেটি কোন ছবির জন্য তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
তবে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে জানা যায় নতুন চলচ্চিত্র ‘প্রিয়তমা’-র শুটিং শুরু হবে পয়লা অক্টোবর থেকে। সেই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন বুবলি। ২০১৯ সালের ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে। ‘প্রিয়তমা’ পরিচালনা করবেন হিমেল আশরাফ।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘প্রিয়তমা’ সিনেমার গল্প ও চিত্রনাট্যসহ সবকিছু প্রস্তুত রয়েছে। আশা করি, আগামী অক্টোবর মাস থেকে এর শুটিং শুরু করতে পারবো। দেশ ও দেশের বাইরের কলা-কুশলীদের সমন্বয়ে একটি টিম কাজ করবে ‘প্রিয়তমা’ ছবিতে।”
‘শিকারী’-খ্যাত নায়ক শাকিব খান আরও জানান, “নতুন নায়িকা খুঁজছি এটি ঠিক। তবে কোন ছবির জন্য নায়িকা খুঁজছি তা পরে বিস্তারিত জানাবো।”
উল্লেখ্য, ‘প্রিয়তমা’ এসকে ফিল্মসের দ্বিতীয় ছবি। প্রথম ছবিটি ছিলো ‘হিরো-দ্য সুপারস্টার’ যা ২০১৪ সালে মুক্তি পায়।
Comments