আমি ছুটিতে নেই: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এক মন্তব্যের জবাবে বলেছেন তিনি কোন প্রকার ছুটিতে যাননি।
আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে দলের প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে আজ সন্ধ্যায় রিজভীর বক্তব্যের এই জবাব দেন আওয়ামী লীগের অন্যতম এই মুখপাত্র।
“গতকাল (শনিবার) এমনকি তার আগেও মিডিয়ার সামনে কথা বলেছি,” বলে হাছান উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “উনি (রিজভী) যে কোনো খবরাখবর রাখেন না এর প্রমাণ হচ্ছে তাঁর আজকের এমন বক্তব্য।”
এর আগে আজ সকাল ১১:০০টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে হাছান মাহমুদ ছুটিতে যাওয়ায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর “ফালতু ও উদ্ভট” কথা বলার দায়িত্ব পড়েছে।
“আমরা জানি সব ফালতু ও উদ্ভট কথা আগে হাছান মাহমুদ বলতেন। মনে হয় তিনি ছুটিতে যাওয়ায় এখন ওবায়দুল কাদেরের ওপর সেই দায়িত্ব দেওয়া হয়েছে,” রিজভী বলেন।
“পাহাড়ে রক্তপাত বিএনপি-জামায়াতের ইঙ্গিতে হচ্ছে,” ওবায়দুল কাদেরের শনিবারের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “তাঁর (ওবায়দুল কাদের) মস্তিষ্কে আঁধার নেমেছে বলেই লাগাম ছাড়া বক্তব্য দিচ্ছেন তিনি।”
রিজভী অভিযোগ করেন যে শুধু পাহাড় নয় বরং দেশের সব রক্তপাতের জন্য দায়ী আওয়ামী লীগ।
তিনি আরও বলেন যে পাহাড়ে আওয়ামী লীগের লালিত সন্ত্রাসীরাই রক্তাক্ত ঘটনা ঘটাচ্ছে।
Comments