ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে। সোমবার এক ডলারের বিপরীতে রুপির দর ৬৭ ছাড়ায়। তেলের মূল্য ব্যারেলপ্রতি ৭৫ ডলার ছাড়িয়ে যাওয়া ও পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে রুপির দরপতনের প্রবণতা দেখা যাচ্ছে।

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে। সোমবার এক ডলারের বিপরীতে রুপির দর ৬৭ ছাড়ায়। তেলের মূল্য ব্যারেলপ্রতি ৭৫ ডলার ছাড়িয়ে যাওয়া ও পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে রুপির দরপতনের প্রবণতা দেখা যাচ্ছে।

সোমবার ডলারের বিপরীতে রুপির দর ৬৭.০৮৫০-তে গিয়ে পৌঁছায়। ২০১৭ সালের ফেব্রুয়ারির পর এটিই সর্বনিম্ন। গত শুক্রবার দিন শেষে এই দর ছিল ৬৬.৮৬। ডলারের চাহিদা বৃদ্ধিকে রুপির দরপতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

রুপির দরপতন বন্ধ করতে এখনও ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে দিয়ে হস্তক্ষেপের মাধ্যমে ডলার কেনাবেচার বাজার নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। সূত্র: হিন্দুস্তান টাইমস

Comments