মন্ত্রীসভায় কোটা ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা হয়নি

Cabinet Secretary Mohammad Shafiul Alam
মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি: প্রথম আলোর সৌজন্যে

মন্ত্রীসভার বৈঠকে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা নিয়ে কেনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

আজ (৭ মে) সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার গেজেট প্রজ্ঞাপন প্রকাশের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আলোচনার জন্যে একটি কমিটি গঠন করবে।

প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন এবং দেশ টানা কয়েকদিন সরকারি ছুটির ফাঁদে পড়েছিল উল্লেখ করে সচিব সত্ত্বর প্রজ্ঞাপন প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।

অথচ, বিদ্যমান কোটা বিলুপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্বাসের প্রেক্ষিতে আজকের দিনের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশের হুমকি দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

গত ২৭ এপ্রিল আওয়ামী লীগের সাংসদ জাহাঙ্গীর কবির নানক আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে সরকার কোটা ব্যবস্থা সংক্রান্ত গেজেট প্রকাশ করবে। তাঁর সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়েছিল।

এর আগের দিন, আন্দোলনকারীরা এপ্রিল মাসের মধ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছিলেন।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশব্যাপী তুমুল আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল জাতীয় সংসদে বিদ্যমান কোটা ব্যবস্থা বিলুপ্ত করার ঘোষণা দেন।

তবে, সংসদীয় কমিটি কোটা ব্যবস্থার পুরোপুরি বিলুপ্তির পরিবর্তে এর সংস্কারের বিষয়ে আলোচনা করেছিল।

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

59m ago