সংগীত

সম্মাননা পাচ্ছেন কুমার বিশ্বজিতের মা

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা সম্মাননা’ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে।
Kumar Bishwajit and his mother
মা শোভা রানী দের সঙ্গে বিশিষ্ট সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছবি: সংগৃহীত

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা সম্মাননা’ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে।

আগামী ১৩ মে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে শোভা রানীকে সম্মাননাটি দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মায়ের এমন সম্মাননা প্রাপ্তিতে পুত্র কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মায়ের ইচ্ছাতেই আমি সংগীতশিল্পী হয়েছি। মা সম্মানিত হচ্ছেন এটি একজন সন্তান হিসেবে কতো বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা যায় না।”

শোভা রানী দে জীবনের আট দশক পার করেছেন উল্লেখ করে কুমার বিশ্বজিৎ তাঁর মায়ের জন্য সবার দোয়া কামনা করেন।

Comments

The Daily Star  | English
Our rising foreign debt and financial worries

Our rising foreign debt and financial worries

The growth of debt exceeding the growth of GDP is a clear sign of vulnerability, the consequences of which are already present.

12h ago