‘আফগানদের সঙ্গে পুরো শক্তির দল নিয়ে জেতাও বড় চ্যালেঞ্জ’
টেস্ট পরিবারের নতুন দল আফগানিস্তান ওয়ানডেতে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। আগামী মাসে তাদের বিপক্ষে সিরিজে তাই বড় চ্যালেঞ্জ দেখছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সব ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ওই সিরিজের পর টানা ব্যস্ত মৌসুম থাকায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামের প্রসঙ্গ উঠেছিল। সোমবার বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে তা নাকচ করে দিয়েছেন বোর্ড প্রধান। তার মতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে থাকা আফগানদের সঙ্গে পুরো শক্তির দল নিয়েই পেরে উঠা শক্ত, ‘আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক শক্তিশালী, র্যাঙ্কিংয়ে তারা আমাদের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে। ওদের হালকাভাবে নিলে ভুল হবে। ওদের সঙ্গে পূর্ণ শক্তি নিয়ে খেলে জেতাটাই বড় চ্যালেঞ্জ।’
আফগানিস্তানের মূল শক্তি ওদের বোলিং। আর সেটাই ভাবাচ্ছে বোর্ড প্রধানকে, ‘টি-টোয়েন্টির সেরা বোলার ওদের হাতে। রশিদ খান, মুজিবের বিপক্ষে দেখছেন কীভাবে ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছে! আমাদের এটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েই যেতে হবে। হালকাভাবে নেওয়ার সুযোগই নেই।’
নিজেদের দেশে নিরাপত্তাহীনতায় আফগানিস্তান হোম ভেন্যু বানিয়েছে ভারতকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের ভেন্যু উত্তরাখন্ডের দেরাদুন হওয়ায় শুরুতে আপত্তি ছিল বিসিবির। ভেন্যু পর্যবেক্ষণ করে সেখানে এখন খেলতে রাজী হলেও আবহাওয়া ভাবাচ্ছে বিসিবিকে, ‘মাঠ নিয়ে সমস্যা নেই। কলকাতায় হলে সবচেয়ে ভালো হতো, বাংলাদেশ থেকে দর্শকেরা খেলা দেখতে যেতে পারত। এখন নতুন সমস্যা হচ্ছে তাপমাত্রা নিয়ে। আমাদের খেলোয়াড়েরা এ তাপমাত্রায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কি না, নিশ্চিত না। কিন্তু খেলা তো খেলাই। নতুন অভিজ্ঞতা হবে। এখন পর্যন্ত যেটা চূড়ান্ত, খেলা দেরাদুনেই হবে।’
Comments