‘সংগীতজীবনের শুরু থেকেই তাঁর গানের সঙ্গে আমার সম্পর্ক’

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিওচিত্র ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’।
Prominent Syed Abdul Hadi
প্রখ্যাত সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হয়েছে সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসংগীতের ভিডিওচিত্র ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’।

গত (৬ মে) বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন আর এর ভিডিওচিত্র পরিচালনা করেছেন সাদাত হোসাইন। গানটি গাওয়ার পাশাপাশি ভিডিওটিতে অংশ নিয়েছেন সৈয়দ আবদুল হাদী। সঙ্গে রয়েছে ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।

সৈয়দ আবদুল হাদী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাঙালি জাতির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিবিড়। আর সংগীতজীবনের শুরু থেকেই তাঁর গানের সঙ্গে আমার সম্পর্ক। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য হবে।”

এর আগে ২০১১ সালে সৈয়দ আবদুল হাদী রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন।

Comments

The Daily Star  | English

Traffic police move against battery-run rickshaws on major roads

The move has brought some relief to commuters, as the high-speed rickshaws have been causing accidents.

29m ago