রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
রাজধানীতে দুই বাসের চাপায় এক হাত হারিয়ে হাসপাতালে মারা যাওয়া রাজীব হোসেনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিআরটিসি ও স্বজন পরিবহনকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।
আগামী এক মাসের মধ্যে ক্ষতিপূরণের অর্ধেক টাকা অর্থাৎ ৫০ লাখ টাকা পরিশোধ করতে বলেছেন হাইকোর্ট। সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় রাজীবের খালা জাহানারা বেগম ও তার এক আত্মীয় শুল্ক কর্মকর্তা ওমর ফারুকের একাউন্টে এই টাকা জমা দিতে বলা হয়েছে।
ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করে আগামী ২৫ জুনের মধ্যে আদালতে এই বাস মালিকদের প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিপূরণের পরবর্তী ৫০ লাখ টাকা পরিশোধের দিন নির্ধারণ করে দিবেন আদালত।
আরও পড়ুন: চলে গেলেন রাজীব, রেখে গেলেন অভিভাবকহীন দুই ভাই
বিচারপতি সালাম মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম শহীদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। একই বেঞ্চ গত ৪ এপ্রিল এই ঘটনায় জারি করা একটি রুলের শুনানি করেন।
রাজীবের খালা জাহানারা ও মাদরাসা ছাত্র দুই ভাই মেহেদী হাসান বাপ্পী (১৩) ও আব্দুল্লাহ (১১) এসময় আদালতে উপস্থিত ছিলেন।
রাজীবের খালা আদালতকে বলেন, ছোট থেকেই তিনি রাজীবকে লালনপালন করেছেন। রাজীবের দুই ভাইকেও তিনি লালন পালন করবেন।
Comments