অধ্যাপক রেজাউল হত্যায় ২ জেএমবি জঙ্গির ফাঁসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই জঙ্গির মৃত্যুদণ্ড ও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রাবির ইংরেজি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম ও রাজশাহী পলিটেকনিকের ছাত্র মাশকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ। এর মধ্যে শরিফুল পলাতক।
রাজশাহীর দ্রতু বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আক্তার আজ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের তিন ছাত্র রহমতউল্লাহ, আব্দুস সাত্তার ও রিপন।
রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে ২০১৬ সালের ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তার ওপর হামলা হয়েছিল।
২০১৬ সালের ৩ নভেম্বর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অধ্যাপক রেজাউল হত্যায় জেএমবির আট জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। দোষী সাব্যস্ত পাঁচ জনের মধ্যে পলাতক শরীফুল ইসলাম এই মামলার প্রধান আসামী। চার্জশিটের তথ্য অনুযায়ী, শরিফুল নিজেই হত্যার পরিকল্পনা করেছিল।
অভিযুক্ত আট জনের মধ্যে তিন জন ‘পুলিশের অভিযান’ ও ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
Comments