‘রাজনৈতিক কারণে’ কানে যেতে পারলেন না যে ২ পরিচালক

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্রপ্রেমীরা জড়ো হচ্ছেন ফ্রান্সের কান শহরে। কেননা, শহরটিতে আজ (৮ মে) থেকে শুরু হচ্ছে বিশ্ব সংস্কৃতির অন্যতম মূল আকর্ষণ- কান চলচ্চিত্র উৎসব। তবে, ‘রাজনৈতিক’ কারণে সেই উৎসবে যোগ দিতে বাধা পেয়েছেন স্বনামধন্য দুজন পরিচালক।
Jafar Panahi and Kirill Serebrennikov
ইরানি পরিচালক জাফর পানাহি (বামে) এবং রাশিয়ার কিরিল সেরেব্রেনিকভ। ছবি: সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্রপ্রেমীরা জড়ো হচ্ছেন ফ্রান্সের কান শহরে। কেননা, শহরটিতে আজ (৮ মে) থেকে শুরু হচ্ছে বিশ্ব সংস্কৃতির অন্যতম মূল আকর্ষণ- কান চলচ্চিত্র উৎসব। তবে, ‘রাজনৈতিক’ কারণে সেই উৎসবে যোগ দিতে বাধা পেয়েছেন স্বনামধন্য দুজন পরিচালক।

কানের ১২ দিনের এই উৎসবে আমন্ত্রণ পেয়েও যোগ দিতে পারছেন না ইরানের জাফর পানাহি এবং রাশিয়ার কিরিল সেরেব্রেনিকভ। এ বছর উৎসবের সেরা পুরস্কার ‘পালমে ডি’ওর’ এর জন্যে অন্য প্রতিযোগীদের সঙ্গে লড়াই হবে এ দুজনের মধ্যেও। কেননা, উৎসবের প্রতিযোগিতা বিভাগে রয়েছে পরিচালক পানাহির ‘থ্রি ফেসেস’ এবং সেরেব্রেনিকভের ‘লেটো’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে গতকাল (৭ মে) বলা হয়, বিভিন্ন ফৌজদারি মামলায় ইরান এবং রাশিয়ার কর্তৃপক্ষ আটকে রেখেছে পানাহি এবং সেরেব্রেনিকভকে। তবে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেছেন সমালোচকরা।

আয়োজকরা এই পরিচালকদ্বয়কে উৎসবে পাওয়ার জন্যে জোর চেষ্টা চালিয়েছে। এমনকি, ফরাসি সরকারকে দেশ দুটির ওপর তাদের প্রভাব খাটানোর আহ্বানও করা হয়েছিল উৎসব আয়েজকদের পক্ষ থেকে।

উল্লেখ্য, ‘সামরিক অভিযানের’ মাধ্যমে ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার অর্ন্তভূক্তিকরণের প্রতিবাদ করায় দেশটির সরকার নাখোশ হয় কিরিল সেরেব্রেনিকভের ওপর। আর জাফর পানাহির বিরুদ্ধে ইরান সরকারের অভিযোগ তিনি দেশটির ‘জাতীয় নিরাপত্তার জন্যে হুমকি’।

আরও পড়ুন:

এক নজরে কান চলচ্চিত্র উৎসবের ‘প্রতিযোগিতা বিভাগ’

Comments