পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ডিপ্লোমেটিক কক্ষে চুক্তি বাতিলের ঘোষণা দিয়ে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধেরও ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ২০১৫ সালে করা চুক্তিটি ‘ক্ষয়ে যাওয়া, পচা।… ইরানের সঙ্গে করা এই পরমাণু চুক্তির কারণে মার্কিন নাগরিক হিসেবে আমি লজ্জিত।’ ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে তার পূর্বসূরি বারাক ওবামার করা এই চুক্তি বাতিল করবেন। এই চুক্তির সবচেয়ে বড় সমালোচক ইসরায়েলের অভিযোগ, পরমাণু চুক্তির আড়ালে ইরান পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইরানের সঙ্গে চুক্তিতে থাকা ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি। আর ইসরায়েল, সৌদি আরব ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।

এর আগে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পরমাণু চুক্তি থেকে যেকোনো সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে চুক্তি।

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' probe report against Hasina, Kamal, Mamun

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

18m ago