‘বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন না হলে কঠোর আন্দোলন’

বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা না হলে রবিবার থেকে কঠোর আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক ছাত্রদের সামনে এই ঘোষণা দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থী প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি চারুকলা ইনস্টিটিউট দিয়ে ঘুরে এসে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে। প্রায় এক হাজার ছাত্র এতে অংশ নেন।
আমাদের ঢাবি প্রতিনিধি জানান, গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত মানববনন্ধন করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, কোটা বাতিলে সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার ২৮ দিন পেরিয়ে গেলেও প্রজ্ঞাপন জারির ব্যাপারে কোনো অগ্রগতি নেই।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। এর পরই ১১ এপ্রিল সংসদে দাঁড়িয়ে সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
Comments