মাহাথিরের হাত ধরে মালয়েশিয়ায় আরেক বিপ্লব!

যে মাহাথির মোহাম্মদের হাত ধরে মালয়েশিয়া আর্থ-সামাজিক উন্নয়নের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যক্তির হাত ধরে দেশটিতে ঘটে গেলো আরেক বিপ্লব। সুদীর্ঘ ৬০ বছরের শাসক-জোটের পতন ঘটালেন তিনি।
Mahathir Mohamad

যে মাহাথির মোহাম্মদের হাত ধরে মালয়েশিয়া আর্থ-সামাজিক উন্নয়নের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যক্তির হাত ধরে দেশটিতে ঘটে গেলো আরেক বিপ্লব। সুদীর্ঘ ৬০ বছরের শাসক-জোটের পতন ঘটালেন তিনি।

মালয়েশিয়ায় গতকাল (৯ মে) অনুষ্ঠিত ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)-কে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। একসময় তিনি এই জোটের হয়ে ২২ বছর কঠোর হাতে দেশটি শাসন করেছিলেন। সেসময় তিনি দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার সৃষ্টি করেন।

সেই জোটের কথিত ব্যাপক দুর্নীতির ফলে বিরোধীদের নিয়ে মাহাথিরের নেতৃত্বে গড়ে তোলা হয় নতুন জোট পাকাতান হারাপান। সেই জোটে যোগ দেয় মাহাথিরের একসময়ের বিরোধীরা। বিরোধীদের মধ্যে মাহাথিরের একসময়ের ঘনিষ্ঠ এবং পরে ঘোরতর শক্র আনোয়ার ইব্রাহিমও রয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফল উল্লেখ করে বার্তা সংস্থা এএফপি জানায়, ৯২ বছর বয়সী মাহাথিরের জোট দেশটির পার্লামেন্টে ২২২টি আসনের মধ্যে পেয়েছে ১১৫টি আসন। যেখানে সরকার গঠন করতে ১১২টি আসনের প্রয়োজন। বিপরীতে বিএন জোট পেয়েছে ৭৯টির মতো আসন।

এর ফলে, মাহাথিরের হাত ধরে দেশটিতে ঘটে গেলো আরেক বিপ্লব। সে বিপ্লব ঘটেছে ভোট ও ব্যালটের মধ্য দিয়ে। নির্বাচনের এই ফলাফল ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে এখন বাধ্য করছে মাহাথিরের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে, যাঁর হাত থেকে তিনি ক্ষমতা পেয়েছিলেন ২০০৩ সালে। মাহাথির অবসরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে দেশটির ক্ষমতায় আসেন রাজাক।

কিন্তু, রাজাক ও তাঁর ক্ষমতাসীন জোটের কথিত ব্যাপক দুর্নীতির ফলে আবারও রাজনীতির মঞ্চে আসতে হয় মাহাথিরকে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago