রোববার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ ঘণ্টা ধর্মঘটের ডাক
কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে রোববার সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজে দুই ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেধে দেওয়া সময়ের মধ্যে এই প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা শনিবার এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, অবিলম্বে কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল (রোববার) সারা দেশে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্র ধর্মঘট পালন করা হবে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করার জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। এই সময়ের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হলে রবিবার থেকে কঠোর আন্দোলনেরও ঘোষণা দিয়েছিলেন তারা।
Comments