দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার
পদ্মা সেতুর ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর ৪র্থ স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানোর মাধ্যমে ৬০০ মিটার কাঠামো দৃশ্যমান হলো।
রবিবার সকাল থেকেই শুরু হয় ‘৭ই’ স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৮টার দিকে পিলারের ওপর স্প্যান নিয়ে আসা হয়। স্প্যানটি স্থাপনের আনুষঙ্গিক কাজ এখন চলমান রয়েছে।
এর আগে শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী তিন হাজার ৬০০টন ধারণ ক্ষমতার জাহাজ “তিয়ান ই” ক্রেনে স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।
পদ্মা সেতু প্রকল্পে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্প্যান বহনকারী ক্রেনটিকে ৪০ ও ৪১ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং শুরু হয় সকাল ৭টার পরে। ৮টার দিকে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। এছাড়া স্প্যান ওঠানোর আগে যাবতীয় সকল পরীক্ষা নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। এরই মধ্য দিয়ে পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল।
এর পর ৪১ ও সর্বশেষ ৪২ নম্বর পিলারের ওপর বসবে ৫ম স্প্যান। পরবর্তীতে মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর খুঁটিতে বসবে ৬ষ্ঠ স্প্যান। মাওয়া প্রান্তে একের পর এক আরও স্প্যান বসতে থাকবে। সেভাবেই চলছে সব আয়োজন।
Comments