‘আওয়ামী লীগের দখলে ভোট কেন্দ্রটি’

খুলনা সিটি নির্বাচনী এলাকায় অবস্থান করছেন আমাদের ফটোসাংবাদিক আমরান হোসেন। আজ দুপুর পৌনে একটার দিকে তিনি আসেন সিটির ৩১ নং ওয়ার্ডের শিপইয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আমরান জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২,০৬১। এর মধ্যে সেই সময় পর্যন্ত ভোট দেওয়া হয়েছে ৯২৫। ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে কেন্দ্রে কোনো প্রকৃত ভোটার দেখা যাচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের দখলে রয়েছে ভোট কেন্দ্রটি।”
“এমনও লোক দেখা যাচ্ছে যারা শুধু ভোটার কার্ডের নম্বর নিয়ে ভোট দিচ্ছেন। সেই ভোটারের সঙ্গে তাদের চেহারা মিলছে না। এ নিয়ে প্রশ্ন করারও কেউ নেই। মনে হচ্ছে, আওয়ামী লীগের লোকেরাই শুধু ভোট দিচ্ছেন,” যোগ করেন তিনি।
ভোটের পরিবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “এই কেন্দ্রে বিরোধীদলের কোনো এজেন্ট তো দূরের কথা বিরোধী প্রার্থীর কোনো সমর্থকের অস্তিত্ব দেখা যাচ্ছে না। সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা সবকিছু দখল করে রেখেছেন।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য কী তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “পুলিশ বলেছে সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে।”
আরও পড়ুন:
Comments