ফাইনালে গোল করা সেই গোটজেকে হারালো জার্মানি

গত বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো গোল করেছিলেন মারিও গোটজে। তার গোলের পরই শিরোপা উৎসব নিশ্চিত হয় জার্মানির। সেই গোটজেকে এবারের বিশ্বকাপে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন এই স্ট্রাইকার। তবে ইনজুরিতে থাকলেও প্রাথমিক দলে রাখা হয়েছে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে।
মঙ্গলবার রাশিয়া বিশ্বকাপের জন্যে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ জোয়াকিম লো। চোটগ্রস্থ গোটজেকের জায়গায় দলে এসেছে ফ্রেইবুর্গের স্ট্রাইকার নেইল প্যাটারসন।
গত সেপ্টেম্বরের পর থেকেই খেলার বাইরে আছেন নয়ার। বিশ্বকাপ দলে থাকলেও তার ফিটনেস নিয়ে এখনো সংশয় রয়েছে।
গোলরক্ষক: ব্র্যান্ড লিয়ন, ম্যানুয়েল নয়ার, মার্ক আন্দ্রে স্টেগেন, কেভিন ট্রাপ
ডিফেন্ডার: জেরোমি বোয়েটাং, মাতিয়াস জিনেটের, জোনাস হেক্টর, ম্যাট হুমেলস, জোসুয়া কিমিচ, মারভিন পাল্টের্নহার্ল্ট, আন্তনিও রুডিগের, নিকোলাস সুলে, জোনাথন টাহ।
মিডফিল্ডার: জুলিয়ান ব্রান্ডট, জুলিয়ান ড্রাক্সলার, মারিও গোমেজ, লিওন গোয়ের্টজেকা, ইকলায় গনডকান, সামি খেদিরা, টনি ক্রুজ, থমাস মুলার, মেসুত অজিল, নিলস প্যাটারসন, মার্কো রিওস, সেবাস্টিয়ান রুডি, লিরয় সানে, টিমু ওয়েনার।
Comments