১৭ মে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ফলাফল গণনা

ভারতের পশ্চিমবঙ্গের ২৩ জেলায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৭ মে। রাজ্যের ৩৩০টি গণনা কেন্দ্রে এই ভোট গণনার কাজ চলবে। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যে কোনও মিছিল, জমায়েত নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
Panchayet polls in West Bengal
গত ১৪ মে পশ্চিমবঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতায় প্রাণ হারান ১৯ জন। ছবি: স্টার ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গের ২৩ জেলায় পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৭ মে। রাজ্যের ৩৩০টি গণনা কেন্দ্রে এই ভোট গণনার কাজ চলবে। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যে কোনও মিছিল, জমায়েত নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

গত ১৪ মে পশ্চিমবঙ্গে স্থানীয় সরকার (জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত) নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সহিংসতায় প্রাণ হারান ১৯ জন।

এদিকে আজ (১৬ মে) পুনঃভোট গ্রহণ হয় রাজ্যের ৫৭২টি বুথে। এদিনও একইভাবে মালদা, নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ছোট-খাটো অশান্তির ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশসহ আহত হন সাধারণ ভোটাররাও।

জানা যায়, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার মানিকপুরে বহিরাগতরা ভোট কেন্দ্র দখলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু, পুলিশি তৎপরতায় তা করতে পারেনি ভোট-সন্ত্রাসীরা।

একইভাবে মালদার রইতা এলাকায় একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভোটারদের ভয় দেখিয়ে বুথ থেকে বের করে দিয়েছে বলেও অভিযোগ উঠে। খবর পেয়ে সেখানেও বিপুল সংখ্যক পুলিশ সদস্য পৌঁছে। এছাড়াও, অশান্তি সৃষ্টি হয় কলকাতার পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও।

ফলাফল প্রকাশের আগেই রাজ্যের প্রায় ২০ হাজার আসনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মোট আসনের ৩৪ শতাংশ আসন নিয়ে যদিও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। জয়ী প্রার্থীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ না করার নির্দেশও জারি করেছে শীর্ষ আদালত। ফলে পাঁচ কোটি ভোটারের মধ্যে ভোট দিতে পারেননি প্রায় দেড় কোটি ভোটার।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago