প্রত্যাশার চাপে ‘ভীত’ নেইমার

বড় চোট থেকে সেরে উঠেই নেইমারকে নামতে হবে বিশ্বকাপের মতো আসরে। যেখানে আবার ব্রাজিল মানেই চূড়ান্ত সাফল্যের প্রত্যাশা। প্রচলিত আছে রানার্সআপ হওয়াকেও ব্রাজিলের মানুষ বিবেচনা করে ‘ফেল্টুসদের সেরা হওয়া’। অর্থাৎ কাপ জেতানো ছাড়া আর কোন কিছুই গ্রহণযোগ্য নয়। এই প্রত্যাশার চাপ টের পাচ্ছেন ব্রাজিলের সেরা তারকা।
Neymar
ছবি: এএফপি

বড় চোট থেকে সেরে উঠেই নেইমারকে নামতে হবে বিশ্বকাপের মতো আসরে। যেখানে আবার ব্রাজিল মানেই চূড়ান্ত সাফল্যের প্রত্যাশা। প্রচলিত আছে রানার্সআপ হওয়াকেও ব্রাজিলের মানুষ বিবেচনা করে ‘ফেল্টুসদের সেরা হওয়া’। অর্থাৎ কাপ জেতানো ছাড়া আর কোন কিছুই গ্রহণযোগ্য নয়। এই প্রত্যাশার চাপ টের পাচ্ছেন ব্রাজিলের সেরা তারকা।

গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে ডান পায়ের পাতার মেটারসালের হাড় ভাঙে নেইমারের। সে চোট থেকে সেরে উঠেছেন তিনি। ক্লাবে গিয়ে শুরু করেছেন অনুশীলন। ব্রাজিল কোচের আশা রাশিয়া বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে ব্রাজিলের পোস্টারবয়কে। 

হেক্সা জেতার মিশনে ব্রাজিলবাসী তার দুই পায়ের দিকেই তাকিয়ে আছে, এটা বুঝতে পেরে ব্রাজিলের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে নেইমার শুনিয়েছেন তার এখনকার অনুভূতির কথা, ‘আমি জানি সবাই স্নায়ুচাপে আছে, কিন্তু ফেরা নিয়ে কেউই আমার চেয়ে বেশি উদ্বিগ্ন নয়। কেউই আমার চেয়ে বেশি ভীত নয়।’

গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আহত হয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তার। এরপর সেমিফাইনালে ব্রাজিল ৭-১ গোলে হারে জার্মানির কাছে। তবু নেইমার বলছেন বর্তমান সময়্টাই তার কাছে সবচেয়ে কঠিন, ‘এটা একটা কঠিন সময়, আমার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।’

চোট থেকে সেরে উঠার বড় একটা সময় নিজ দেশ ব্রাজিলেই কাটিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।  নিকটজন ও বন্ধুরা তাকে সেই চাপ থেকে নির্ভার রাখার চেষ্টা করছিলেন, 'সবাই আনন্দময় করে রাখছিল চারপাশ। আমাকে খুশি রাখছিল। আমাকে রুটিন কাজ করতে ও চাপ সামলাতে এটা বেশ কাজে দিয়েছে।'

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৭ জুন। বাংলাদেশ সময় রাত ১২টায় পাঁচবারের চ্যাম্পিয়নরা নামবে সুইরাজল্যান্ডের বিপক্ষে। ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা আর সার্বিয়া।

 

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

18h ago