বিশ্বকাপে মেয়ে পটানোর তরিকা দিয়ে সমালোচনায় আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপ কাভার করতে যাওয়া আর্জেন্টাইন সাংবাদিকদের রুশ মেয়েদের পটানোর তরিকা ধরিয়ে দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে তা সরিয়ে নিয়েছে তারা।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ কাভার করতে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে সাংবাদিকের বেশ বড় একটা দল যাচ্ছে রাশিয়ায়। সাংবাদিকদের সুবিধার্থে সেদেশের ফুটবল অ্যাসোশিয়ন একটি নির্দেশিকা বই তোলে দেয় তাদের হাতে। ওই বইয়ের একটি পরিচ্ছেদ ছিল, ‘রুশ নারীদের যেভাবে পটাতে হবে।’ তাতে লেখা হয়েছে, ‘নারীদের মন ভোলাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, শরীরে সুগন্ধি মেখে রাখবেন এবং সুন্দর জামা কাপড় পরবেন।’
সাংবাদিকদের পরামর্শ দেওয়া হয়েছে রুশ নারীদের সঙ্গে যেন তারা এমন আচরণ করেন, যেন তারা বুঝতে পারে তাদের একটা দাম আছে। নির্দেশিকায় লেখা হয়েছে, ‘রুশ মেয়েরা সুন্দরী, তাই বহু পুরুষ তাদের সঙ্গে শুতে চায়।’
Muy moderno el manual de estilo de la AFA sobre el Mundial pic.twitter.com/aWT4FrfCie
— Nacho Catullo (@nachocatullo) May 15, 2018
‘হয়ত তারাও সেটা চায়, কিন্তু মনে রাখবেন ওরাও ব্যক্তিত্ববান মানুষ- ওরা গুরুত্ব চায়- তারা বিশেষ কেউ সেটা ভাবতে চায়।’
পরামর্শ দেওয়া হয়েছে, ‘তাদের কাছে যৌনতা নিয়ে বোকার মত প্রশ্ন করবেন না। যৌন সম্পর্ককে তারা একান্ত ব্যক্তিগত মনে করে এবং এটা নিয়ে সবার সামনে আলোচনা পছন্দ করে না।’
আর্জেন্টিনার সাংবাদিক নাচো কাতুল্লো টুইটারে এই পরিচ্ছেদের ছবি পোস্ট করে দেন। তাতে তিনি লিখেছেন, ‘রুশ মেয়েদের কীভাবে পটাতে হবে।’ তার ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে কাতুল্লো বলেছেন, রুশ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। প্রশিক্ষণ চলাকালীন তার এই পোস্ট হাস্যরসের জন্ম দেয়। তবে অনেকে কড়া সমালোচনা করেন এএফএকে। এটা নজরে আসায় সাংবাদিকদের কাছ থেকে নির্দেশিকা বইটি ফেরত নিয়ে ওই পরিচ্ছদের পাতাটি ছিঁড়ে আবার বিতরণ করা হয়।
Comments