কাশ্মির সীমান্তে গোলাগুলিতে ৯ জন নিহত
কাশ্মিরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় গতকাল শুক্রবার দুপক্ষের গুলি বিনিময়ে মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন বেসামরিক জনগণ ও একজন ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্য।
বিরোধপূর্ণ ওই সীমান্তটিতে তীব্র গোলাগুলিতে দুদেশের আরও ২২ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পূর্ব নির্ধারিত সফর সূচির অনুযায়ী আজ শনিবার জম্মু কাশ্মিরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের একদিন আগে সীমান্তে গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটল।
ভারতীয় কর্মকর্তারা জানান, শুক্রবার সকালে পাকিস্তানের দিক থেকে গোলাগুলি শুরু হয়। এসময় সাঁজোয়া যানে করে স্থানীয় লোকজনকে সরিয়ে নেয় ভারতীয় বাহিনী।
ভারত অধিকৃত অঞ্চলটির একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, পাকিস্তানি বাহিনীর গুলিতে চার জন বেসামরিক ব্যক্তি ও একজন বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এসময় আরও ১২ জন আহত হন।
অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর ভাষ্য, ‘বিনা উস্কানিতে’ ভারতের দিক থেকে গোলাগুলিতে শিয়ালকোট সেক্টরে তিন শিশুসহ চার জন নিহত হয়েছেন।
এই ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।
২০০৩ সাল থেকে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চলছে। তবে এর মধ্যেই বহুবার সংঘাতে জড়িয়েছে উভয় পক্ষ। বিরোধপূর্ণ ওই সীমান্তে বুধবারও গোলাগুলিতে ভারতের একজন সৈন্য নিহত হয়েছিলেন।
Comments