তিন মামলায় খালেদার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন
কুমিল্লা ও নড়াইলে পৃথক তিনটি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্ট আজ মামলাগুলোতে জামিন চাইবার জন্য আবেদন দাখিলের অনুমতি দেন। এর পর পরই বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে তার আইনজীবীরা পৃথক তিনটি আবেদন জমা দেন।
এর মধ্যে নাশকতার ষড়যন্ত্র করার অভিযোগে কুমিল্লায় খালেদার নামে দুটি ও নড়াইলে মানহানির অভিযোগের মামলা রয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদন দাখিলের জন্য তার আইনজীবীদের অনুমতি দেন।
এর আগে ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। এই মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকেই পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রয়েছেন তিনি।
তবে আরও সাতটি মামলায় খালেদা জিয়া গ্রেপ্তার থাকায় আপিল বিভাগে জামিন আদেশ বহাল থাকার পরও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
Comments