ববির ‘পিকনিক’, সঙ্গে শুভ
এবার ‘পিকনিক’ তৈরি করছেন ববি ও আরিফিন শুভ। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁদের দুজনকে।
ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আসন্ন ঈদের পর আমেরিকায় এই ছবির শুটিং শুরু হবার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক আগে থেকেই ‘পিকনিক’ ছবিটি নিয়ে কথা হচ্ছিলো। শেষ পর্যন্ত ছবিটি হচ্ছে। ছবির গল্প থেকে শুরু করে আমার চরিত্রটি অনেক সুন্দর। আমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। ভালো একটা কিছু হবে বলে আশা করছি।”
ববি-আরিফিন শুভ এর আগে একটি টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন। সেটিও ছিল ইফতেখার চৌধুরীর পরিচালনায়। তবে বড় পর্দায় এবারই প্রথম ‘পিকনিক’ ছবিতে কাজ করতে যাচ্ছেন এই জুটি।
Comments