কেবল কোচ নিয়োগ পর্যন্তই কাজ করবেন কারস্টেন

বিসিবি চেয়েছিল দলের পরামর্শ হিসেবে সামনের বিশ্বকাপ পর্যন্ত কাজ করুন গ্যারি কারস্টেন। কিন্তু কারস্টেনের হাতে সময় কম থাকায় তা আর হচ্ছে না। জাতীয় দলের জন্যে কোচিং স্টাফ নিয়োগে পরামর্শ দিয়েই আপাতত কাজ সারবেন তিনি।
Gary Kirsten
গ্যারি কারস্টেন। ফাইল ছবি (এএফপি)

বিসিবি চেয়েছিল দলের পরামর্শ হিসেবে সামনের বিশ্বকাপ পর্যন্ত কাজ করুন গ্যারি কারস্টেন। কিন্তু কারস্টেনের হাতে সময় কম থাকায় তা আর হচ্ছে না। জাতীয় দলের জন্যে কোচিং স্টাফ নিয়োগে পরামর্শ দিয়েই আপাতত কাজ সারবেন তিনি।

আইপিএল শেষ করে রোববার রাতে বাংলাদেশে আসেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার কারস্টেন। সোমবার হোটেল সোনারগাঁয়ে তার সঙ্গে দেখা করেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। কারস্টেনের সঙ্গে দেখা করে বেরিয়ে ক্রিকেটাররা কেউই গণমাধ্যমে মুখ খুলতে চাননি। বিকেলে মিরপুরে কারস্টেনের বাংলাদেশ সফর  নিয়ে  ব্রিফ করেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী।

সিইও জানান সামনের বৈশ্বিক বড় ইভেন্টগুলো সামনে রেখে বাংলাদেশকে আরও উন্নত করার পথ বাতলে দেওয়ার কাজ করছেন তিনি, ‘গ্যারি কারস্টেন আপাতত বাংলাদেশ দলের একটি ইন্টারনাল অডিট করছেন। সামনে আইসিসির যে সব প্রতিযোগিতা আছে, আইসিসি বিশ্বকাপ, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি; এগুলো সামনে রেখে কিভাবে বাংলাদেশ দলকে উন্নত করা যায়, কোন কোন জায়গায় কাজ করতে হবে, এই বিষয়গুলো পর্যালোচনা করছেন। তিনি বোর্ডকে এ বিষয়ে প্রতিবেদন দিবেন।’

তবে কারস্টেনের বড় কাজ কোচ নিয়োগের পরামর্শ। সেটা নিয়েই আপাতত ব্যস্ততা তার। এই কারনেই তিনি মত নিচ্ছেন ক্রিকেটারদের। কথা বলবেন নির্বাচকদের সঙ্গে। বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় কোন কোচ মানানসই তা ঠিক করে দেবেন কারস্টেনই, ‘কোচ নিয়োগ নিয়েও তিনি কাজ করছেন। আমরা ইতোমধ্যে কয়েকজন কোচের নাম দিয়ে সংক্ষিপ্ত তালিকা করেছি, গ্যারি কারস্টেনের কাছেও কিছু নাম আছে। আপাতত দলের পরিস্থিতি পর্যালোচনার পর তিনি  তার পরামর্শ আমাদের দিবেন। কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে এবং এরপর তিনি বলবেন কোন কোচ আমাদের জন্য বেশি কার্যকর হবেন।’

তবে বিসিবির সঙ্গে কারস্টেনের চুক্তির ব্যাপারে পরিষ্কার করেননি সিইও। বিসিবি তাকে চেয়েছিল দীর্ঘ মেয়াদে। প্রথমে তাতে সম্মতি দিয়েও নাকি পরে বেঁকে বসেন এই দক্ষিণ আফ্রিকান। আপাতত তাই কোচ নিয়োগের পরামর্শ পর্যন্তই বিসিবির সঙ্গে থাকছে কারস্টেনের বোঝাপড়া,  ‘উনি পরামর্শক হিসেবে কাজ করছেন। আগে আমাদের পরিকল্পনা ছিলো উনি দীর্ঘ মেয়াদে আমাদের সঙ্গে কাজ করবেন, বিশ্বকাপ পর্যন্ত; প্রাথমিকভাবে তিনি সম্মতিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে উনার অন্যান্য কাজের ব্যস্ততার কারণে তিনি জানিয়েছেন যে, আপাতত কোচ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত তিনি আমাদের সাথে কাজ করবেন।’

Comments