জেদ্দায় ঢাকামুখী উড়োজাহাজের জরুরি অবতরণ

উড়োজাহাজের হাইড্রোলিক সিস্টেমে সমস্যা ধরা পড়ার পর জেদ্দায় জরুরি অবতরণ করে ঢাকাগামী বিমানটি। ছবি: সৌদি গেজেটের সৌজন্যে

মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ সোমবার জেদ্দায় জরুরি অবতরণ করেছে। এই ঘটনায় উড়োজাহাজের আহত ৭০ জন যাত্রীকে বিমানবন্দরের মেডিকেল টিম চিকিৎসা দিয়েছে। এছাড়াও চার জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

যান্ত্রিক গোলযোগ ধরা পড়ার পর জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে কয়েক ঘণ্টা ধরে জেদ্দার আকাশে চক্কর দেয় উড়োজাহাজটি। পরে স্থানীয় সময় রাত ১০টার দিকে অবতরণ চেষ্টার অনুমতি দেওয়া হয়। এসময় উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে চলে আসায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

বিমান সংস্থাটির মুখপাত্রের বরাত দিয়ে ডেইলি আল-মদিনার খবরে জানানো হয়, উড্ডয়নের পর রাত ৮টার দিকে বিমানের হাইড্রোলিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। এতে বিমানটিকে জেদ্দা বিমানবন্দরের দিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।

তিনি জানান, হাইড্রোলিক সিস্টেমে সমস্যার কারণে এয়ারবাস ৩৩০ মডেলের বিমানটির সামনের ল্যান্ডিং গিয়ার নামছিল না। পাইলট বেশ কয়েকবার ত্রুটি সারানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু নিয়ে জরুরি অবতরণ করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago