সাদা আর লাল বলে আলাদা কোচের ভাবনায় বাংলাদেশ

nazmul hasan papon
ফাইল ছবি: বিসিবি

জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজে দেওয়ার দায়িত্ব পেয়ে গ্যারি কারস্টেন বিসিবিকে দিয়েছেন নতুন এক ধারণা। সে ধারণা বেশ মনেও ধরেছে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন কোচ নিয়োগের ভাবনা ইতিবাচক ধরে আগাচ্ছে বিসিবি।

রোববার বাংলাদেশে আসার পর ক্রিকেটার, স্থানীয় কোচ ও নির্বাচকদের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক করেন গ্যারি কারস্টেন। সোমবার তার সঙ্গে দেখা করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার তিনি আলাপ করেছেন দুই নির্বাচক, স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমানের সঙ্গে।

সবশেষে বোর্ড প্রধান নাজমুল হাসানের সঙ্গে দেখা করেন কারস্টেন। তার সঙ্গে আলাপ সেরে সাংবাদিকদের পুরো প্রক্রিয়ার বিস্তারিত জানান বিসিবি প্রধান, ‘গ্যারির সঙ্গে আমাদের বেশ কিছুদিন আগে থেকেই যোগাযোগ হচ্ছিল। একটা সময় আমাদের এখানে তাকে ডাইরেক্টটার অব কোচেস হিসেবে নিয়ে আসার পরিকল্পনা ছিল। কথাবার্তাতে আমরা অনেক দূর এগিয়েও গিয়েছিলাম। কিন্তু সে ফুলটাইম কাজ করতে ইচ্ছুক ছিল না। আমরা চাইছি ফুলটাইম কোচ, তখন ডাইরেক্টর অব কোচ হয়ে কারস্টেন কি করবে না করবে সেগুলো আলোচনা হয়েছে।’

ডাইরেক্টর অব কোচেস না হলেও কারস্টেন বিসিবিকে কোচ খুঁজে দেওয়ার পরামর্শক হিসেবে কাজ করছেন। আর সেই কাজে তিনি দিয়েছেন বেশ কিছু পরামর্শ। যার মধ্যে একটি আলাদা ফরম্যাটের জন্য আলাদা কোচ। কেমন হতে পারে তা, এর একটি ধারনাও দেন নাজমুল, ‘আমাদের একজন হেড কোচ থাকবে। আলাদা হওয়াই ভালো। সাদা বল এবং লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়া উচিত। টেস্টটাকে আলাদা ভাবে গুরুত্ব দেওয়া উচিত। এটা ভিন্ন রকম হতে পারে।’

‘অথবা হেড কোচের অধীনে আমাদের দুই/তিনজন কনসালটেন্ট থাকতে পারে তিন ফরম্যাটের জন্য। খেলাগুলো যেভাবে এগুচ্ছে, এগুলো একই মানসিকতা চলতে থাকলে হবে না। এখানে বিশেষায়িত বিষয়গুলো সামনে আনতে হবে।’

এই ভাবনা আসার পেছনে কারণ নাকি তালিকায় থাকা কোচদের টেস্টে কাজ করতে রাজী না হওয়া, ‘আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা কেউ টেস্টে কোচ হতে রাজী না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে  ফুলটাইম কোচ হিসেবে থাকতে রাজী।’

ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য এক কোচ আর কেবল টেস্টের জন্যে আরেক কোচ। এমনটাই হলেই নাকি ভালো বলে বিসিবিকে পরামর্শ দিয়েছেন কারস্টেন, ‘টি-টোয়েন্টি আসার পর মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে কারস্টেন মনে করে সাদা বল এবং লাল বলের কোচ আলাদা হলে ভালো হয়। এটা ওরও ধারনা।’

এর আগে দুপুরে এই বিষয়ে আলাপ হয়েছে বলে জানান কারস্টেনও, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। আধুনিক ক্রিকেট যেভাবে চলছে  তাতে দলের কোনটাতে লাভ হয় সেটা দেখতে হবে।’

Comments

The Daily Star  | English

US and China reach deal to slash tariffs

The two sides had reached a deal for a 90-day pause on measures and that reciprocal tariffs would come down by 115%.

5m ago