খেলা

আফগানদের কথা বেশি ভেবে কাবু হতে চান না ওয়ালশ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে নামার আগে অকারণ ভয় নয়, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও নয়। বাইরের চিন্তা সরিয়ে নিজেদের কাজটা ঠিক রাখতে চান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।
Courtney Walsh
শুক্রবার মিরপুরে কোর্টনি ওয়ালশ। ছবি: বিসিবি

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে নামার আগে অকারণ ভয় নয়, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও নয়। বাইরের চিন্তা সরিয়ে নিজেদের কাজটা ঠিক রাখতে চান ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ।

ছুটি কাটিয়ে দুদিন আগে ঢাকায় এসেছেন ওয়ালশ। বুধবার দলের সঙ্গে যোগ দিয়ে করান অনুশীলন। প্রধান কোচ না থাকায় নিদহাস কাপের মতো আফগানিস্তান সিরিজেও দলের ভারপ্রাপ্ত কোচ তিনিই।

আফগানিস্তানের বিপক্ষে খেলা বলেই আলোচনায় ওদের দুই স্পিনার। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা লেগ স্পিনার রশিদ খান তো আছেনই, আন্তর্জাতিক পর্যায়ে নিজের সীমিত সময়েও আলো কেড়ে নিয়েছেন অফ স্পিনার মুজিবুর রহমান।

তাদের মানের দিকে নজর রাখলেও খুব বেশি চিন্তা মাথায় নিতে চান না ওয়ালশ, 'ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে। তবে আমাদের মনোযোগ নিজেদের শক্তি ও দুর্বলতায়। নিজেদের যেন মানিয়ে নিতে পারি, তেমন পরিকল্পনা নিয়েই নামব। ওদের নিয়ে বেশি ভেবে কাবু হতে চাই না। সেরাটা দিতে পারলে, সুযোগ আমাদেরই থাকবে।'

খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার দলের অনুশীলন মন মতো হয়নি। ২৯ মে দেরাদুনের উদ্দেশ্য যাত্রা করবে দল। তার আগে স্কিল ট্রেনিং করাতে একদিনই হাতে পাচ্ছেন ওয়ালশ। তার আগে শুনিয়েছেন ধারাবাহিকতা রাখার পুরনো কথা, 'আমাদের সব বিভাগে ভালো করতে হবে। খেলোয়াড়দের সেরাটা দিতে হবে। যতটা সম্ভব ধারাবাহিকতা রাখতে হবে।'

পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হয়েছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশ। পরিস্থিতির দাবিতে তিনি এখনো ভারপ্রাপ্ত প্রধান কোচ। নিদহাস ট্রফিতে দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় তার উপর আস্থাও আছে বোর্ডের। বড় দায়িত্ব ধরে রাখতে পেয়ে রোমাঞ্চিত তিনি, 'আবার যুক্ত থাকতে পেরে  আমি রোমাঞ্চিত। আমাদের খুব ভালো মানের ক্রিকেট খেলতে হবে, যেমনটি খেলেছিলাম শ্রীলঙ্কায়।'

'কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আশা করি, সফল একটি সিরিজ খেলব আমরা। আমি মনে করি, আমরা যদি আত্মতৃপ্তিতে না ভুগি ও নিজেদের করণীয়তেই মন দেই, তাহলে সেরাটা দিতে পারব।”

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

9h ago