৭ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ৯

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে সাত জেলায় আরও ৯ জন নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। এ নিয়ে গত ১২ দিনে ৭২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল।
গতরাতে দিনাজপুর, কুমিল্লা, জয়পুরহাট, চাঁদপুর, ঠাকুরগাঁও, কুমিল্লা, ময়মনসিংহ ও পাবনা পুলিশ ও র্যাপিড একশন ব্যাটালিয়নের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধ হয়। এর মধ্যে দিনাজপুর ও কুমিল্লায় দুজন করে ও অন্যান্য জেলাগুলোতে একজন করে নিহত হয়েছেন।
যারা নিহত হচ্ছেন তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন-এমন অভিযোগ মানতে নারাজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছেন। এনকাউন্টার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয় বলেই মনে করছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। মাদকবিরোধী অভিযানের নামে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে, বিএনপির পক্ষ থেকে এমন অভিযোগ আসার পর মন্ত্রী এই মন্তব্য করেন।
Comments