ফিটনেসের দিক থেকে ‘সেরা অবস্থায়’ তামিম

হাঁটুর চোটে বেশ কয়েকদিন থেকে পুনর্বাসনে ছিলেন তামিম ইকবাল। আফগানিস্তান সিরিজের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন তিনি। বরং গত কয়েকদিনের নিবিড় পরিচর্যা আর কঠোর পরিশ্রমে আগের যেকোনো সময়ের চেয়ে ফিটনেসের দিক থেকে সেরা অবস্থায় আছেন বলে মনে হচ্ছে তার।
Tamim Iqbal
তামিম ইকবাল। ফাইল ছবি: বিসিবি

হাঁটুর চোটে বেশ কয়েকদিন থেকে পুনর্বাসনে ছিলেন তামিম ইকবাল। আফগানিস্তান সিরিজের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন তিনি। বরং গত কয়েকদিনের নিবিড় পরিচর্যা আর কঠোর পরিশ্রমে আগের যেকোনো সময়ের চেয়ে ফিটনেসের দিক থেকে সেরা অবস্থায় আছেন বলে মনে হচ্ছে তার।

আফগানিস্তান সিরিজের আগে শনিবার ছিল দলের শেষ অনুশীলন। ক্রিকেটাররা দুদলে ভাগ হয়ে খেলেছেন অনুশীলন ম্যাচ। সে ম্যাচে বেশ দাপটে ব্যাট করেছেন তামিম। মেরেছেন চেনা সব শট। ১৫ ওভার পর্যন্ত খেলে স্বেচ্ছায় মাঠ ছাড়েন।

তার আগে নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। চোট কাটিয়ে নিজের সেরা অবস্থায় ফিরতে পারায় বেশ ফুরফুরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা এই ব্যাটসম্যান, ‘অবশ্যই খুব রোমাঞ্চিত। কারণ প্রায় ২ মাস আমি পুনর্বাসনে ছিলাম। আজকেই প্রস্তুতি ম্যাচের মতো খেলব। যে ইনজুরিটি ছিল, আশা করি ভালো ভাবেই কাটিয়ে উঠতে পেরেছি। আমাদের হাতে যতটুকু ছিল, তার চেয়ে বেশিই করেছি আমরা। ফিজিও বলেন বা ট্রেনার, আমার যতটুকু স্ট্রেংথ দরকার ছিল, তার চেয়ে বেশিই করেছি।’

নিদহাস কাপের ফাইনালের আগে হাঁটুতে চোট পান তামিম। চোট নিয়েই খেলেন ফাইনাল পরে সেটি বেড়ে যায়। পিএসএলে গিয়ে মাঝপথে ফিরতে হয়। এই সময় জাতীয় দলের খেলা না থাকায় নিজেকে ফিট করতে কাজে লাগাতে পেরেছেন, ‘ ফিটনেসের দিক থেকেও আগের চেয়ে ভালো অবস্থায় আছি। সব মিলিয়ে আমার মনে হয় প্রতিটি বক্স টিক করেছি। এখন দেখা যাক, খেলায় কোনো ঝামেলা না হলেই হয়।’

Tamim Iqbal
শনিবার অনুশীলন ম্যাচে তামিম। ছবি: বিসিবি
এই অবস্থায় আসতে দিনের পর দিন পরিশ্রম করতে হয়েছে তামিমকে। প্রিয় খাবার সরিয়ে রাখছেন। শরীরকে আরও পোক্ত করতে মেনে চলছেন রুটিন। তবু এতেই সন্তুষ্ট না হয়ে আরও এগিয়ে যাওয়ার দিকে নজর তা, ‘ওই (সেরা) অবস্থাই বলতে পারেন। আগের চেয়ে ফিটনেসে অনেক ভালো অবস্থায় আছি। সব ঠিক। তবে এটিই মানদণ্ড নয়। এখান থেকে আরও ভালো হতে পারি। কারণ আমাদের দলেই এমন অনেকে আছে, যাদের পর্যায়ে যেতে হলে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। অনেক কষ্ট করতে হবে।’

শনিবার রাতেই ইংল্যান্ডের বিমান ধরার কথা তামিমের। ৩১ মে বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি ম্যাচে খেলবেন তিনি। সেখান থেকে সরাসরি দেরাদুনে দলের সঙ্গে যোগ দেবেন। 

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

6h ago