আফগানিস্তানকেই ফেভারিট বলছেন সাকিব

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকায় আফগানিস্তানকেই টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সংক্ষিপ্ততম সংস্করণে ফেভারিট তকমার পক্ষেও নন তিনি।
Shakib AL Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকায় আফগানিস্তানকেই টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট মনে করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও সংক্ষিপ্ততম সংস্করণে ফেভারিট তকমার পক্ষেও নন তিনি।

সোমবার সকালে আইপিএল খেলে দেশে ফেরেন সাকিব। বিমানবন্দরে কথা বলেছেন আইপিএল ও আফগানিস্তান সিরিজ নিয়ে।  

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে আফগানিস্তান। দুই ধাপ নিচে দশে অবস্থান  বাংলাদেশের। টি-টোয়েন্টিতে ফেভারিট তত্ত্বের পক্ষে মোট নাই বাংলাদেশ অধিনায়কের, ‘আসলে টি টোয়েন্টিতে ফেভারিট বা অফেভারিট এই ধরনের কোন তকমা থাকে না। যে কোন দল যে কোন সময় যে কাউকে হারাতে পারে। যেহেতু আফগানিস্তান আমাদের চাইতে দুই ধাপ এগিয়ে কাজেই আমি বলবো ওরাই ফেভারিট।’

নিদহাস কাপে বাংলাদেশ খেলেছে আগ্রাসী ক্রিকেট। দেরাদুনে আফগানদের বিপক্ষেও তেমনটি খেলবে কিনা তা আলোচনার পরই ঠিক করবে বাংলাদেশ।, ‘সবসময় সবজায়গাতে অ্যাটাক করাটা যে ঠিক হবে এটাও ঠিক না। অবশ্যই আমরা আলোচনা করবো। কোন জায়গায় কোনভাবে খেললে আমাদের সফল হওয়ার সম্ভাবনা থাকবে সেইভাবে চেষ্টা করবো।’

আইপিএল খেলতে লম্বা সময় ভারতে থাকায় সেই অভিজ্ঞতা আফগানিস্তান সিরিজে কাজে লাগবে সাকিবের, 'একই কন্ডিশন। একই জায়গায় খেলা হবে। অবশ্যই কাজে আসবে। যদিও দেরাদুনে আমাদের কোন ম্যাচ হয়নি। তারপরেও আমার মনে হয় একই হবে। ভারতে সাধারণত যে ধরণের উইকেট থাকে ওই ধরণেরই হবে। এই অভিজ্ঞতাটা অবশ্যই কাজে আসবে।' 

আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago