দক্ষিণ এশিয়ায় ‘হালদা’-র জয়জয়কার

‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়ে গেল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। সেই উৎসবে ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবির জয়জয়কার।
Tauquir Ahmed
পুরস্কার হাতে পরিচালক তৌকীর আহমেদ। ছবি: সংগৃহীত

‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়ে গেল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। সেই উৎসবে ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবির জয়জয়কার।

ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার অর্জন করেছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন তৌকীর আহমেদ। “শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত বিভাগে ‘হালদা’ পুরস্কার অর্জন করেছে,” যোগ করেন তিনি।

‘হালদা’ ছবির অফিসিয়াল ফেসবুক পেইজেও এই পুরস্কার লাভের কথা জানানো হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ।

চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন তৌকীর আহমেদ এবং সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago