যারা আছেন আফগানিস্তান দলে

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে পেস-স্পিনের ভারসাম্য রেখে দল দিয়েছে আফগানিস্তান। অপরদিকে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টের দলে রাখা হয়েছে স্পিনারদের বৈচিত্র্য।
Afghanistan
দেরাদুনে অনুশীলন আফগান দল। ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে পেস-স্পিনের ভারসাম্য রেখে দল দিয়েছে আফগানিস্তান। অপরদিকে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টের দলে রাখা হয়েছে স্পিনারদের বৈচিত্র্য।

বিশ্বকাপ বাছাইপর্বে আফগানরা ব্যাটিং নিয়ে বেশ ভুগেছিল। এই জায়গায় এবার তারা রেখেছে চমক। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আলো কাড়া তরুণ দারবিশ রাসুলিকে রাখা হয়েছে দলে।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের এই দলে বড় চমক দারবিশ রাসুলি। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১৫৪, ২৪৯ ও ২০০ রানের তিন ইনিংস খেলে আলোচনায় আসেন রাসুলি। ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৮২.৫৩ গড়ে করে ফেলেছেন ১০৭৩ রান। লিস্ট-এ খেলেছেন মাত্র ৪টি। এক সেঞ্চুরিতে ২৩০ রান করেছেন, গড়টাও ২৩০।  রাসুলি আগ্রাসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। প্রথম শ্রেণিতে তার স্ট্রাইকরেট ৮১.৪৭। লিস্ট-এ তে ১৩০.৬৮। তবে পাঁচটি টি-টোয়েন্টি খেলে এখনো তেমন কিছু দেখাতে পারেননি।

এবার ১৮ বছর বয়সী রাসুলির সামনে সুযোগ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার।  চোটের কারণে জায়গা হয়নি পেসার দৌলত জাদরানের। ভারতের বিপক্ষে টেস্ট দলে থাকা কেবল পাঁচজন আছেন বাংলাদেশের বিপক্ষে।  তবে মোহাম্মদ নবী, রশিদ খান, মোহাম্মদ শেহজাদ, মুজিব-উর-রেহমানসহ শীর্ষ তারকারা সবাই আছেন।

ভারতের বিপক্ষে টেস্ট দলে আফগানিস্তান দলে রেখেছে চার ধরনের চার স্পিনারকে। লেগ স্পিনার রশিদ খান ও অফ স্পিনার মুজিব-উর-রেহমান তো আছেনই। আছেন চায়নাম্যান আমির হামজা হোতাক ও অর্থডক্স বাঁহাতি স্পিনার জহির খান।

ভারতের দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে আফগানদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জুন। বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন। এই সিরিজ খেলেই বেঙ্গালুরু চলে যাবে তারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ১৪ জুন থেকে শুরু হবে তাদের ঐতিহাসিক অভিষেক টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, ইহসানউল্লাহ, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নাসির জামাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আমির হামজা, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার, জহির খান।

 

Comments