কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

​চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে গতরাতে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
Gunfight logo

চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে গতরাতে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ইউএনবির খবরে জানানো হয়, নিহত সাদ্দাম হোসেন (৩৮) বাঘবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে।

এ নিয়ে গত ১৯ দিনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানে ১২৮ জন নিহত হলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল ইউএনবিকে বলেন, একদল মাদক ব্যবসায়ীর অবস্থানের খবর পেয়ে গতরাত পৌনে ২টার দিকে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে সাদ্দামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, সাদ্দামের নামে মাদক সংক্রান্ত ১২টি মামলা ছিল। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, তিনিটি বুলেট ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

Comments