‘বন্দুকযুদ্ধে’ আরও ২ জন নিহত

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের মধ্যে গতরাতে টাঙ্গাইল ও রংপুরে দুজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
Gunfight logo

দেশজুড়ে মাদকবিরোধী অভিযানের মধ্যে গতরাতে টাঙ্গাইল ও রংপুরে দুজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

এদের মধ্যে একজন র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও অপরজন ‘দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ নিয়ে মাদবিরোধী অভিযান শুরুর পর এ ধরনের ঘটনায় অন্তত ১৩১ জন নিহত হলেন।

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় গত রাত আড়াইটার দিকে সন্দেহভাজন একজন মাদক ব্যবসায়ী র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তার নাম মোহাম্মদ রুহুল (২৮) ওরফে ছোট রুহুল ওরফে কাইল্লা রুহুল। তিনি উপজেলার গরলা গ্রামের আব্দুল গনির ছেলে। র‍্যাবকে উদ্ধৃত করে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, রুহুলের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এর একটি ছিল মাদক সংক্রান্ত।

রংপুরের কাউনিয়া উপজেলায় রফিকুল ইসলাম অপি নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, টাঙ্গির বাজার এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নিহত হয়। ঘটনাস্থল থেকে ২২৬টি ইয়াবা ট্যাবলেট, ৪৬ বোতল ফেনসিডিল, একটি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments