‘নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় খুবই চ্যালেঞ্জিং হবে’

জল্পনার অবসান হলো অবশেষে। কেননা, কে হবেন ‘নরেন্দ্র মোদি’- তা নিয়ে বলিউডপ্রেমীদের মধ্যে আগ্রহের সীমা ছিল না। বিশেষ করে, এই ভারতীয় রাজনৈতিক ব্যক্তির ভক্তরা ছিলেন যারপর নাই উদ্বিগ্ন। তাই জন্ম নিয়েছিলো এতসব জল্পনার।
Paresh Rawal and Narenda Modi
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

জল্পনার অবসান হলো অবশেষে। কেননা, কে হবেন ‘নরেন্দ্র মোদি’- তা নিয়ে বলিউডপ্রেমীদের মধ্যে আগ্রহের সীমা ছিল না। বিশেষ করে, এই ভারতীয় রাজনৈতিক ব্যক্তির ভক্তরা ছিলেন যারপর নাই উদ্বিগ্ন। তাই জন্ম নিয়েছিলো এতসব জল্পনার।

কিন্তু, সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় গণমাধ্যম আজ (৫ জুন) নিশ্চিত করে বলে, “পরেশ রাওয়ালই হচ্ছে ‘নরেন্দ্র মোদি” এবং “অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাও করছেন তিনি”।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীচিত্রটির শুটিং এ বছরেই শুরু হতে যাচ্ছে বলেও জানানো হয়। ছবিটির নাম উল্লেখ না করে ক্ষমতাসীন বিজেপির সাংসদ পরেশ দেশটির গণমাধ্যমগুলোকে বলেন, “নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করা খুব চ্যালেঞ্জিং একটি কাজ হবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ‘পদ্মশ্রী’-প্রাপ্ত এই গুণি অভিনেতা বলেন, “আমরা এখনো চিত্রনাট্য নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী ১৫ আগস্টের মধ্যে তা শেষ করতে পারবো। এছাড়াও, ছবিটির শুটিং আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু করার ইচ্ছে রয়েছে।”

ছবিটির অন্য অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং শিরোনাম শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পরেশ রাওয়ালকে এ মাসের শেষের দিকে অভিনেতা সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে দেখা যাবে সঞ্জয়ের বাবা সুনীল দত্তের চরিত্রে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

1h ago