গায়ক আসিফ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে সিআইডি

কপিরাইট নিয়ে গীতিকার ও সুরকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। আসিফকে গত রাত ১টার দিকে এফডিসি এলাকায় তার স্টুডিও থেকে গ্রেপ্তার করা হয়।
Asif Akbar
সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি: সংগৃহীত

কপিরাইট নিয়ে গীতিকার ও সুরকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। আসিফকে গত রাত ১টার দিকে এফডিসি এলাকায় তার স্টুডিও থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (সংঘবদ্ধ অপরাধ) মোল্যা নজরুল ইসলাম আজ সকালে দ্য ডেইলি স্টারকে আসিফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

আসিফের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে। এতে বলা হয়েছে, গায়কদের অনুমতি ছাড়াই বেশ কিছু গানের ডিজিটাল কপি বিক্রি করেছেন আসিফ। সেই সঙ্গে ফেসবুক লাইভে এসে তিনি শফিক তুহিনের বিরুদ্ধে হুমকি ও অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

শফিক তুহিন গত সোমবার তেজগাঁও থানায় মামলাটি করেন। এই মামলায় আসিফ ছাড়াও আরও পাঁচ জনকে আসামী করা হয়েছে।

ওই সিআইডি কর্মকর্তা বলেন, আসিফকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago