৪৬৪,৫৭৩ কোটি টাকার বাজেট পেশ

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্যে ৪৬৪,৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
Finance minister  AMA Muhith
৭ জুন ২০১৮, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেন। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্যে ৪৬৪,৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি আজ (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে বাজেট বক্তৃতা শুরু করেন। বর্তমান সরকারের আমলে পর পর দশম বারের মতো বাজেট পেশ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মুহিত।

এর আগে জাতীয় সংসদে মন্ত্রীপরিষদের এক বিশেষ বৈঠকে জাতীয় বাজেট পাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪০,৭৭৫ কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। ২০১৭-১৮ সালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮৭,৯৯০ কোটি টাকা।

আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র জন্যে বরাদ্দ রাখা হয়েছে ১৭৮, ০০০ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় বেশি।

সরকার আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭.৮ শতাংশ অর্জিত হবে বলে আশা করছে।

Comments