ছোট এপার্টমেন্টের দাম বাড়বে

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে তুলনামূলকভাবে ছোট এপার্টমেন্ট ক্রেতাদের ওপর ভ্যাটের হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে মধ্যবিত্তদের আবাসনের জন্য বাড়তি অর্থ গুণতে হবে।
আজ সংসদে বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ১১০০ বর্গফুট বা এর চেয়ে ছোট এপার্টমেন্ট বিক্রির ওপর ভ্যাট ২ শতাংশ করার প্রস্তাব করেছেন। এর আগে এই আকারের ফ্ল্যাটে ১.৫ শতাংশ হারে ভ্যাট ছিল।
তবে ১১০১ বর্গফুট থেকে ১৬০০ বর্গফুটের এপার্টমেন্টে ভ্যাটের হার কমানোর প্রস্তাব এসেছে। এক্ষেত্রে ভ্যাট ২.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে। ফলে অপেক্ষাকৃত উচ্চ আয়ের ফ্ল্যাট ক্রেতাদের মুখে হাসি ফুটবে।
১৬০০ বর্গফুটের ওপরের ফ্ল্যাটের ৪.৫ শতাংশ ভ্যাট অপরিবর্তি থাকছে। তবে এক্ষেত্রে আর পরোক্ষ কর থাকবে না।
Comments