সম্মানের জন্য বিশ্বকাপ জিততে হবে মেসিকে : রিভালদো

messi

পুরো বিশ্বে লিওনেল মেসির তুমুল জনপ্রিয়তা। কিন্তু নিজের দেশে ততটা নয়। আর্জেন্টিনায় মাঝে মধ্যেই তোপের মুখে পড়েন এ সুপারস্টার। আর দেশের হয়ে কোন শিরোপা জিততে না পারার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো। মেসি একটি বিশ্বকাপ জিতলেই দেশের আর্জেন্টাইনদের শ্রদ্ধা আদায় করে নিতে পারবেন বলে মনে করেন ১৯৯৯ সালের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়।

ওমনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে রিভালদো বলেন, ‘আর্জেন্টিনাকে কিছু দিতে না পারায় দেশে সে (মেসি) ততটা সম্মানের পাত্র নয়। শিরোপা এ জন্যই অনেক গুরুত্বপূর্ণ। ক্লাবের হয়েও গুরুত্বপূর্ণ কিন্তু সেটা আলাদা। সে শিরোপা পেতে লড়াই করবে কারণ এটা তার দেশের ইতিহাসে জায়গা দিবে। সে এর মধ্যেই বার্সেলোনার ইতিহাসের অংশ। কিন্তু সে জানে তাকে বিশ্বচ্যাম্পিয়ন হতে হবে। বিশেষ করে আর্জেন্টিনার মানুষের শ্রদ্ধা আদায় করে নেওয়ার জন্য।’

যুব বিশ্বকাপ জিতেছেন মেসি। জিতেছেন অলিম্পিক মেডেলও। কিন্তু সিনিয়র দলে যোগ দেওয়ার পর থেকে আর শিরোপার দেখা মেলেনি তার। গত বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। কিন্তু শিরোপাটা অধরায় থেকে যায়। এরপর দুইবার কোপা অ্যামেরিকার ফাইনালে উঠেও ব্যর্থ। অথচ এ সময়ে ভুরিভুরি ট্রফি জিতেছেন ক্লাব বার্সেলোনার হয়ে। রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। পাঁচ বার ব্যালন ডি’অরও জিতেছেন।

কিন্তু জাতীয় দলের হয়ে কিছু অর্জন করতে না পারার কারণেই মেসি পিছিয়ে আছেন বলে মনে করেন রিভালদো, ‘আমার বিশ্বাস সে আর্জেন্টিনার হয়ে তার সেরাটাই দেবে। সে দারুণ একজন খেলোয়াড়। কিন্তু অনেকেই তার উপর আত্মবিশ্বাস রাখতে পারছে না কারণ সে জাতীয় দলের হয়ে কিছুই করতে পারেনি। আর এ জন্যই এখনও ম্যারাডোনা আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়। কারণ তার একটি বিশ্বকাপ আছে।’

বয়সটা ৩১ ছুঁইছুঁই। তাই চার বছর পর কাতার বিশ্বকাপে খেলবেন কি না সন্দেহ থেকেই যায়। ক্যারিয়ারের এ পর্যায়ে ক্লাবের হয়ে শিরোপার কমতি নেই কিন্তু জাতীয় দলের জার্সিতে প্রাপ্তিটা শূন্য। তাই রাশিয়া বিশ্বকাপেই আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির শেষ সুযোগ দেখছেন রিভালদো, ‘আমার মনে এটা মেসির শেষ বিশ্বকাপ। যদি আগামী চার বছরে আর্জেন্টিনা ভালো কোন খেলোয়াড় তাহলে হয়তো ৩৫ বছর বয়সী মেসিকে পরের বিশ্বকাপের দলে নিতে পারে।’

Comments

The Daily Star  | English
DGFI involvement in enforced disappearances

2 years lost, life shattered

He was around 15 when he was picked up, a ninth grader.

9h ago